Wellcome to National Portal
Main Comtent Skiped

Implementation/piloting of innovative initiatives

১। ক্রাইম কন্ট্রোল মডিউল (সিসিএম)

এ মডিউল বিগত ০৫(পাঁচ) বছর যাবত পঞ্চগড় জেলায় চালু রয়েছে। এর মাধ্যমে পুলিশি কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি পুলিশি কার্যক্রম জনবান্ধব হয়েছে ফলে এ জেলার ক্রাইম কন্ট্রোল সহজতর হয়েছে।


এ প্রক্রিয়ায় জেলার প্রতিটি থানাকে গ্রাম পর্যায় পর্যন্ত চিহ্নিত করে প্রতিটি গ্রামে ১০(দশ) জন সচেতন ও পুলিশ বান্ধব ব্যক্তিকে নিদিষ্ট করা হয়েছে। তাদের মোবাইল নম্বর সংরক্ষণ করা হয়েছে। পুলিশ অফিসে স্থাপিত সিসিএম হতে প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ করা হয়। এর ফলে প্রতিটি ঘটনার তথ্য অতি দ্রুত নিরপেক্ষভাবে পুলিশ অফিসে গৃহীত হয়। এতে প্রো-অ্যাকটিভ পুলিশিং পরিচালনা করা সম্ভব হচ্ছে।